সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন নাট্যকার চন্দন সেন!

শিল্পীর এই সিদ্ধান্তকে কুর্নিশ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakbreak

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার নাট্যকার চন্দন সেন নিলেন বড়ো পদক্ষেপ। তিনি সরকারি পুরস্কার ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

Chandan Sen | শাসকের রক্তচক্ষুতে বন্ধ চন্দন সেনের চৈতন্য মঙ্গল

দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেবার কথাই জানিয়েছেন তিনি।  পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল করেছেন তিনি।

হাজার লোকের মাঝে সুদীপ্তাকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে হয় চন্দন সেনকে,  কতখানি অপ্রস্তুত ছিলেন অভিনেতা? - Bengali News | Bengali actor chandan sen  speaks about his ...

শিল্পী হতে গেলে সবার আগে প্রকৃত মানুষের মতো শিরদাঁড়া শক্ত রেখে প্রতিবাদ করতে জানতে হয়। সেই কাজটাই করে দেখালেন তিনি।