/anm-bengali/media/media_files/kPgWFOsTbjrJy4lfHxYk.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের মুখে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে প্রবল ঝড়-বৃষ্টিতে দুর্যোগের কবলে পড়ে তার কপ্টারটি। যে কারণে রুট বদলে জরুরী অবতরণ করতে হয়। সেই সময় কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। বাড়িতেই চলছে চিকিৎসা। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি। আগামী ২-৩ দিন চলবে। কালীঘাটের বাড়িতেই ফিজিওথেরাপি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওষুধ খেয়ে তার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে সে বিষয়েও তদারকি করছেন চিকিৎসকরা। পরিস্থিতি বুঝে আগামীকাল মুক্যমন্ত্রীর পরবর্তী ধাপের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত চিকিৎসকরা তাকে বেশি চলাফেরা করতে বারণ করেছেন এবং ওষুধ-পত্র ঠিকঠাক সময় মতো খাওয়ার জন্য বলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us