/anm-bengali/media/media_files/vWWflA0Py28HGRl3Amba.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের জাপানে চলল গুলি। বৃহস্পতিবার জাপানের গ্রামাঞ্চলে গুলি চালায় দুষ্কৃতিরা। এই হামলার জেরে ১জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫জন। আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে। কারা এই হামলা চালালো তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে , এই ঘটনার জেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী । এই হামলার জেরে শুরু হয়েছে তল্লাশি। উল্লেখ্য , জাপানে লাগাতার এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ছে সরকার।