NEET ইস্যু, শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা ও ব্ল্যাঙ্ক চেক! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

NEET ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন কংগ্রেস সাংসদ শক্তিসিন গোহিল। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
shaktisinh gohil1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেস সাংসদ শক্তিসিন গোহিল বলেছেন, “আমার হাতে ডেপুটি সুপারিনটেনডেন্টের একটি হলফনামা রয়েছে, যা গোধরার দায়রা আদালতে দাখিল করা হয়েছে। মহারাষ্ট্র, ওড়িশা, বিহার-সহ একাধিক রাজ্য থেকে পড়ুয়ারা গোধরায় পরীক্ষা দিতে এসেছিল।

shaktisinh gohil2.jpg

তিনি আরও বলেছেন, “ওই শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা ও ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয়। আরও বলা হয়েছিল, নিটের আবেদন জমা দেওয়ার সময় কেন্দ্রের জন্য 'জয় জালারাম স্কুল' গুজরাটি মাধ্যমের নাম লিখতে হবে। প্রেক্ষাপট ছিল শিক্ষার্থীরা ভর্তি হলে ব্ল্যাঙ্ক চেকে টাকা ভরে দেওয়া হবে।” 

Adddd