/anm-bengali/media/media_files/3SR591JbWKVzaMEOOAJw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিতর্ক যেন থামছেই না। তৃণমূল, কংগ্রেস, সিপিআই, আম আদমি পার্টির পর এবার আরও এক রাজনৈতিক দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিল। জানা গিয়েছে, রাষ্ট্রীয় জনতা দল (RJD) ২৮ শে মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে। এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (TMC), অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) ঘোষণা করেছে যে তারা এই অনুষ্ঠান বয়কট করবে।
RJD (Rashtriya Janata Dal) will boycott the inauguration ceremony of the new Parliament building in Delhi on 28th May. pic.twitter.com/WwMdqhWTX5
— ANI (@ANI) May 24, 2023