অসহ্য তাপপ্রবাহ, হাই অ্যালার্ট জারি করল IMD

গত ১০ মে আইএমডি জানিয়েছিল, পশ্চিমবঙ্গ ও বিহারের বিচ্ছিন্ন এলাকায় ১২ মে পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আইএমডির মতে, তাপপ্রবাহের সময় অর্থাৎ দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে মানুষকে বেরোতে মানা করেছেন।

author-image
SWETA MITRA
New Update
weather imd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়ার (Weather Update) ব্যাপক রদবদল ঘটেছে দেশে। নতুন করে দেশের বহু জায়গায় প্রবল তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এরই মাঝে বিহারবাসীর জন্য খারাপ খবর শোনালো ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)।  উত্তর-পূর্ব বিহারের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে বলে শুক্রবার জানিয়েছেন আইএমডির এক কর্মকর্তা। অন্যদিকে পাটনার আবহাওয়া কেন্দ্রের প্রধান ও বিজ্ঞানী আশীষ কুমার জানিয়েছেন, 'আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। পূর্ব দিকের হাওয়ার জন্য তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'