New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: গতকাল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক বেআইনি বাজি কারখানায় ভয়ানক বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আজ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে শাস্তিস্বরূপ সাসপেন্ড করা হয়েছে। এবার আবার সাসপেন্ড করা হল দত্তপুকুর থানার আইসিকে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us