BREAKING: স্বস্তি পেলেন না অভিষেক! CBI চাইলে ডাকতে পারে এবার

ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এই অভিযোগে তিনি নিম্ন আদালতের পাশাপাশি পুলিশের হস্তক্ষেপ চেয়ে হেস্টিংস থানাতে চিঠি দিয়েছিলেন।

author-image
Anusmita Bhattacharya
26 May 2023 | আপডেট করা হয়েছে 27 May 2023
BREAKING: স্বস্তি পেলেন না অভিষেক! CBI চাইলে ডাকতে পারে এবার

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হলো শুক্রবার। সেই শুনানিতে স্বস্তি পেলেন না অভিষেক। জিজ্ঞাসাবাদ করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তদন্ত যেমন চলছে চলবে, জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ নয় বলেই নির্দেশ দিয়ে দিলো সুপ্রিম কোর্ট।

এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, তাতে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। ১০ জুলাই ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে জোর করে জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তোলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। নিম্ন আদালতের পাশাপাশি পুলিশের হস্তক্ষেপ চেয়ে হেস্টিংস থানাতে চিঠি দিয়েছিলেন।