২০২৩ সালের সন্ত্রাস মামলায় নতুন ধাক্কা, NIA ধরলো ISIS স্লিপার সেল সদস্যদের

২০২৩ সালের মামলায় NIA গ্রেফতার করল নিষিদ্ধ ISIS সন্ত্রাসবাদের দুই গোপন সদস্যকে। আদালত মঞ্জুর করল ১০ দিনের পুলিশি হেফাজত। বিস্তারিত জানুন।

author-image
Debapriya Sarkar
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ২০২৩ সালের একটি মামলায় দুই জন আসামিকে গ্রেফতার করেছে। তদন্তে তারা নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ISIS-এর স্লিপার সেল বা গোপন সদস্য বলে শনাক্ত হয়েছে।

Nia

আসামিদের পক্ষে আইনজীবী তাহিরা কোরেশি জানান, “গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। পুলিশি হেফাজতের জন্য NIA ১৫ দিনের আবেদন করেছিল, কিন্তু আদালত সব দিক বিবেচনা করে ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। এই মামলায় মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১.৫ বছর আগে চার্জশিট ও অতিরিক্ত চার্জ দাখিল করা হয়েছিল।”

Arrest

NIA সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংগঠনের গোপন কার্যক্রমে যুক্ত ছিল এবং তারা দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। এই গ্রেফতারীর মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় তদন্ত আরও শক্তিশালী হচ্ছে। সরকার সন্ত্রাসবাদ রুখতে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে কড়া নজরদারি চালাচ্ছে।