Panchayat Breaking: ভোট শেষ হতেই গ্রেফতার TMC প্রার্থী! তোলপাড় বাংলায়

মূল ভোট হয়েছে ৮ জুলাই। আজ চলছে পুনর্নির্বাচন। এর মধ্যেই গ্রেফতার করা হল তৃণমূল প্রার্থীকে। ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। প্রশ্ন উঠছে এই পদক্ষেপকে ঘিরে।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc birbhum

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের মধ্যে বীরভূমে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী। এনআইএ গ্রেফতার করে তাঁকে। পাথর খাদানে ব্যাপক পরিমাণে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কেন ভোটের মুখে মজুত করা হল বিস্ফোরক? নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হল মনোজ ঘোষকে। আগামীকাল তাঁকে এনআইএ স্পেশাল কোর্টে তোলা হবে।