/anm-bengali/media/media_files/A01zlo0pebCWPrL8Udxj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসেই হঠাৎ করেই এনসিপির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার (Sharad Pawar)। তারপর থেকে প্রশ্ন উঠছিল যে কে হবে এনসিপির (NCP) পরবর্তী সভাপতি? সুপ্রিয়া সুলে থেকে শুরু করে অজিত পাওয়ার, এই দুজনের নাম মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছিল। যদিও এনসিপির পরবর্তী সভাপতির নাম নিয়ে বড় মন্তব্য করলেন এনসিপির সহ সভাপতি প্রফুল প্যাটেল। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, 'কমিটি আজ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে এবং আমরা শরদ পাওয়ারের পদত্যাগ প্রত্যাখ্যান করেছি । শরদ পওয়ার সাহেব আমাদের না জানিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। দলীয় নেতা-কর্মীদের সব দাবি-দাওয়া বিবেচনা করে আমরা আজ একটি সভা করেছি এবং কমিটির তরফে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এর পাশাপাশি আমরা এনসিপির প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি।' দেখুন ভিডিও...
Pawar Saheb took the decision without informing us. Considering all the demands of the party workers and leader we took a meeting today and the committee has passed a proposal unanimously. The committee unanimously rejects this resignation and we request him to continue on his… pic.twitter.com/Z64Elxy5eW
— ANI (@ANI) May 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us