সকালের টাটকা ব্রেকিংঃ দেওয়া হল ছুটি, বন্ধ হল সব

নাগাপট্টিনম জেলা কালেক্টর এপি মহাভারতী নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকদের স্থানীয় পর্যায়ে বুধবার ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

author-image
Adrita
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ২২ নভেম্বর,বুধবার সকাল পর্যন্ত তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টির পরে, কারাইকাল জেলা কালেক্টর এ. কুলোথুনগান আজ জেলার সমস্ত স্কুলের জন্য বৃষ্টির ছুটি ঘোষণা করেছেন ৷ জানা গিয়েছে  তামিলনাড়ুতে ২৩ নভেম্বর অবধি চলবে ভারী বৃষ্টিপাত। 

hiren

hiring.jpg