/anm-bengali/media/media_files/xAwsLLWJIC9RowlfeBJi.png)
নিজস্ব সংবাদদাতা: সুদানের ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে বিশ্ব জুড়ে চিন্তার কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। বুধবার ভারতের দিল্লি বিমানবন্দরে সুদানে আটকে থাকা একদল ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান অবতরণ করে। তাদের সুদান থেকে প্রথমে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এবার সুদানে আটকে থাকা আরও একদল ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হল। ইতিমধ্যেই তাদের বিমান সুদান থেকে উত্তরণ করেছে। তাদেরকেও প্রথমে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সৌদি আরবের জেদ্দায় রাখা হবে তাদের। সেখান থেকে তাদের নিয়ে আসা হবে ভারতে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সুদান থেকে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলছে সুদান সংঘর্ষ। সুদান সংঘর্ষের ফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন শতশত মানুষ। ফলে চরম বিভীষিকার মধ্যে আটকে ছিলেন সেখানে বসবাসকারী ভারতীয়রা। বারংবার দেশে ফেরার জন্য সেখানকার দূতাবাসে আবেদন জানাচ্ছিলেন তারা। অবশেষে দেশে ফিরতে পারার সুযোগ পেয়ে সকলেই খুশি হয়েছেন। ইতিমধ্যেই সুদান থেকে দেশে ফিরে আসা ভারতীয়দের 'ভারত মাতার জয়, ভারতীয় সেনা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ' স্লোগান দিতে দেখা গিয়েছে। তবে বর্তমানে যারা দেশে ফিরছেন তাদের মনের মধ্যেও আনন্দের জোয়ার এসেছে। ইতিমধ্যেই সামনে এসেছে বর্তমানে সুদান থেকে ভারতীয়দের বিমানে ওঠার ভিডিও। যেখানে সুদান ছাড়তে পেরে সেখানে আটকে থাকা ভারতীয়দের মনের মধ্যেকার শান্তি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকের মুখেই বিভীষিকা কাটিয়ে পরিতৃপ্তির হাসি দেখা যাচ্ছে। কয়েকজনকে জয়ধ্বনি দিতে দেখা যাচ্ছে ভিডিওতে। দেখুন সেই ভিডিও-
#WATCH | "The 4th batch of stranded Indians departs from Port Sudan for Jeddah. IAF C-130J takes off with 136 passengers on board," tweets MEA spokesperson Arindam Bagchi#OperationKaveripic.twitter.com/vF3ChnJtcU
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us