'সময় নেই আর'! শেষবার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী

নতুন সংসদ ভবনে যাওয়ার আগে পুরনো সংসদ ভবনে শেষবার বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভরতার কথা আরেকবার স্মরণ করিয়ে দিলেন তিনি সাংসদদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: 'স্বাধীনতার ৭৫ বছরে বড় বড় কাজ করতেই হবে। ছোট ছোট কাজ করার সময় নেই আর। একটা সময়ে আমাদের আত্মনির্ভর হওয়ার ধারণার সমালোচনা হয়েছে। এখন সবাই এর অনুকরণ করছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমাদের ত্রুটিশুন্য হতে হবে। আমরা কৃষি নির্ভর দেশ, কৃষিতে আমাদের আত্মনির্ভর হতে হবে। নতুন শিক্ষানীতিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের এখন দেশের মানুষের জীবনযাত্রার মানের দিকে নজর দিতে হবে। দেশের যুব শক্তির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে', পুরনো সংসদ ভবনের শেষ বক্তৃতায় আত্মনির্ভর ভারতের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

rectify impact.jpg