New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: 'এখানেই ১৯৪৭ সালে ইংরেজ শাসন ক্ষমতা হস্তান্তর করল ভারতকে। এই সেন্ট্রাল হলেই ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে গ্রহণ করা হয়, আমাদের রাষ্ট্রগানকে গ্রহণ করা হয়', পুরনো সংসদ ভবনের শেষ দিনের অধিবেশনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'সেন্ট্রাল হল সাংসদদের আবেগের জায়গা। লোকসভা-রাজ্যসভা মিলিয়ে ৪০০০ বিল পাশ করেছে'।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us