শেষ রক্ষা হল না! পুকুর থেকে উদ্ধার বিধায়কের মোবাইল ফোন

পুকুরে ফেলে দেওয়া মোবাইলগুলিই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধায়কের যোগাযোগের মাধ্যম কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

author-image
Pallabi Sanyal
New Update
jiban krishna saha

জীবনকৃষ্ণ সাহা

নিজস্ব সংবাদদাতা : পুকুরে মোবাইল দুটি ছুঁড়ে ফেলেও হল না শেষ রক্ষা। রাতভর পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল। আরেকটির খোঁজ চলছে। শৌচালয়ে যাওয়ার নাম করে পুকুরে মোবাইল দুটি ছুঁড়ে ফেলেছিলেন বলে খবর সিবিআই সূত্রে।  কেন ফেললেন ফোন দুটি? কোন রহস্য তার মোবাইলে বন্দি? উঠছে এমনই সব প্রশ্ন। পুকুরে ফেলে দেওয়া মোবাইলগুলিই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধায়কের যোগাযোগের মাধ্যম কি না তা খতিয়ে দেখা হচ্ছে।