ভয়াবহ গতির বলি হল ৩ বাইক আরোহী, উঠল কান্নার রোল

রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল রাজ্যে। ভয়ঙ্কর গতির বলি হল ৩ জন বাইক আরোহী। জানা গিয়েছে, এদিন আগরপাড়ায় মৃত্যু হয়েছে তিনজনের। অন্যদিকে নিউটাউনে আরও এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন ২ জন।

author-image
SWETA MITRA
New Update
accident kol.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল রাজ্যে। ভয়ঙ্কর গতির বলি হল ৩ জন বাইক আরোহী। জানা গিয়েছে, এদিন আগরপাড়ায়মৃত্যুহয়েছেতিনজনের।অন্যদিকে নিউটাউনে  আরও এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখমহয়েছেন ২জন। তাঁরা বর্তমানেহাসপাতালেচিকিৎসাধীন। শুধু তাই নয়,ক্ষতিগ্রস্তহয়েছেট্রাফিক পুলিশেরকিয়স্ক, একাধিকগাড়িও। প্রথম ঘটনাটি সম্পর্কে পুলিশ জানিয়েছে, রবিবাসরীয়সকালসাতটানাগাদদ্রুতগতিতেআসাএকটিবাইকপানিহাটিতেঁতুলতলামোড়েরকাছেদমকলঅফিসেরসামনেথাকাপিকআপভ্যানেধাক্কামারে। সেইসময়ে ওইবাইকটিতেতিনজনআরোহীছিলেন।বাইকথেকেছিটকেপড়েঘটনাস্থলেইমৃত্যুহয়তিনজনের। এদিকেবাইকেরধাক্কায়দুমড়েমুচড়েযায় ভ্যানটি। এহেন ঘটনার জেরে মৃতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি এদিন রাজারহাটে ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দু’টি বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন।