উদ্ধার হল রাশি রাশি গোলা বারুদ

বুধবার মণিপুর থেকে উদ্ধার হল অস্ত্র ও গোলাবারুদ। এই ঘটনার জেরে শুরু হয়েছে তদন্ত ।

author-image
Srijita
24 May 2023
উদ্ধার হল রাশি রাশি  গোলা বারুদ

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গোলাবারুদ।  বুধবার  মণিপুরের কাংচুপ চিংখং জংশনে ভারতীয় সেনাবাহিনী একটি সন্দেহজনক  গাড়ি আটক  করে। সেই  আটক করা গাড়ি থেকে সেনাবাহিনী  উদ্ধার করেছে বিপুল পরিমাণে  অস্ত্র ও গোলাবারুদ।  এই ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।  জানা গেছে , অভিযুক্তদের কাছ থেকে  ৫টি শটগান, ৫টি দেশীয় গ্রেনেড ও ৩ কার্টন শটগান উদ্ধার হয়েছে।