New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: এগরা বিস্ফোরণকাণ্ডের অ্যাকশন রিপ্লে হল দত্তপুকুরে। এগরা বিস্ফোরণকাণ্ডের পর রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দত্তপুকুরের কেরামত আলিকে। জামিনের পর ফের বেআইনি কারবারে লিপ্ত হয় কেরামত আলি। দত্তপুকুরে বেআইনি বাজি কারবারের নেপথ্যে ছিল কেরামতের কেরামতি। এবার দত্তপুকুরের এই বাজি কারখানায় বিস্ফোরণের ফলে মৃত্যু হল সেই কেরামত আলি এবং তার ছেলের। তবে প্রশ্ন উঠছে যে জামিনে ছাড়া পাওয়ার পর ফের কীভাবে বেআইনি কারবারে যুক্ত হল মৃত কেরামত?
/anm-bengali/media/post_attachments/NDxKZBCn5NClda33UVRl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us