/anm-bengali/media/media_files/ME556K3QKM4Gfq3BJ80x.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : নতুন ইনিংস শুরু করতে চলেছে রাজ্যের শাসক দল। ট্যুইটারে বাংলার মানুষের আশীর্বাদ চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রা প্রসঙ্গে তিনি জানান, ''এ ধরণের রাজনৈতিক প্রচারকার্য প্রথম হচ্ছে। জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই অভিষেককে এবং দলের সকল কর্মীকে।'' দ্বিতীয় ট্যুইট বার্তায় মমতা লিখেছেন, ''আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি, যার জন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।''
#TrinamooleNaboJowar is a first-of-its-kind political campaign, and I want to heartily congratulate @abhishekaitc & all the party workers for embarking upon #JonoSanjogYatra, which will traverse across the state. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us