হল না শেষ রক্ষা, CID-র হাতে পাকড়াও এগরাকাণ্ডের মূল অভিযুক্ত

উল্লেখ্য, গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে ওই অবৈধ বাজির তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ হারান ৮ জন। এই ঘটনার পর থেকেই গ্রামবাসী ক্ষোভে ফুঁসছেন।   

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ হল না শেষ রক্ষা। পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় প্রথম গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি (CID)। প্রধান অভিযুক্ত ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপোকে আটক করেছে পুলিশ। কারখানার মালিক ভানু বাগ উড়িশ্যার একটি হাসপাতালে ভর্তি ছিল। সিআইডি সূত্রে খবর, এগরার ওই কারখানায় বিস্ফোরণের পরেই সে উড়িশ্যায় পালিয়েছিল। উল্লেখ্য, গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে ওই অবৈধ বাজির তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ হারান ৮ জন। এই ঘটনার পর থেকেই গ্রামবাসী ক্ষোভে ফুঁসছেন।