New Update
/anm-bengali/media/media_files/t6QB2bIJYydyBzwSxQnG.jpg)
নিজস্ব সংবাদদাতা: এসএসকেএমে রোগী ভর্তি নিয়ে সংঘাত, দলকেও চ্যালেঞ্জ মদনের। বললেন, 'আমি যদি বই লিখি সেই বই বেস্ট সেলার হবে, বইয়ে ২৩ মাসের ঘটনা লিখবো'। 'পদত্যাগ করতে বললে পদত্যাগ করবো', এসএসকেএম কাণ্ডে সরাসরি হুঙ্কার মদনের। দালালরাজের অভিযোগ নিয়ে আরো সোচ্চার হলেন মদন মিত্র। 'আমার লোক ঝামেলা করছে প্রমাণ দেখান, সিসিটিভি দেখান কোথায় দুর্ব্যবহার হয়েছে', হাসপাতাল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। বলেন, 'আমি মুকুল, সোনালী, শুভেন্দু, দীনেশ নই, আমি মদন মিত্র'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us