এগিয়ে আসছে মিছিল! উত্তাল হতে পারে কলকাতা? তৎপর প্রশাসন

নিয়োগ দুর্নাীতির প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করেছেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাশ প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা।কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
long march

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মিছিলে স্তব্ধ হতে চলেছে কলকাতা! আশঙ্কা এমনই। তৎপর প্রশাসন। নিয়োগের দাবিতে হুগলির ফুরফুরা শরিফ থেকে যে লং মার্চ শুরু করেছেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাশ প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা, বুধবার তা কলকাতায় প্রবেশ করবে। ধর্মতলায় শহিদ মিনার ময়দানে  এসে থামবেন চাকরিপ্রার্থীরা। এদিকে কোন রকম অশান্তি এড়াতে তৎপর প্রশাসন। কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  প্রসঙ্গত, হুগলি থেকে শুরু হয়ে গতকাল চাকরিপ্রার্থীদের লং মার্চ হাওড়ার মাকড়দহে প্রবেশ করে। সেখান থেকে টিকিয়াপাড়া হয়ে ধর্মতলায় এসে পৌঁছবেন আন্দোলনকারীরা।