New Update
/anm-bengali/media/media_files/GV1IJPAGNleONKjFL7rj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া নিয়ে এবার বড়সড় তথ্য দিল আইএমডি (IMD)। আজ রবিবার আইএমডির তরফে জানানো হয়েছে, 'আগামী ৩-৪ ঘণ্টায় মুম্বাই, থানে ও পালঘর জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে।' যদিও সকাল থেকে বেশ কয়েকটি জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। রবিবার মুম্বাইয়ের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রবিবার হালকা বৃষ্টির সঙ্গে দোসর হবে বজ্রপাত। রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
Recieved heavy showers at #Virar
— Priyank Soni (@Priyank__Soni) April 30, 2023
Sunday Special ⛈️#MumbaiRains#vasaivirar#virar#vasai#palgharpic.twitter.com/dkHOOejdH7
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us