নিজস্ব সংবাদদাতা : কুস্তাউড়ে অবরোধ প্রত্যাহারের পর নতুন করে আন্দোলনের সূচনা কুড়মি সমাজের। পুরুলিয়ার কোটশিলায় নতুন করে রেল - পথ অবরোধ শুরু হল। অবরোধ প্রত্যাহার নিয়ে আন্দোলনকারীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। অন্যদিকে, খেমাশুলিতে জারি রয়েছে রেল-পথ অবরোধ। ১২৯ ঘন্টা পার আন্দোলনের। ৬ নং জাতীয় সড়ক অবরোধের ৪ দিন। ভোগান্তি চরমে।