/anm-bengali/media/media_files/hon8kdGBr1mzzuOf2R7v.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায় - কুণাল ঘোষ
নিজস্ব সংবাদদাতা : নতুন ইনিংস শুরু করতে চলেছে তৃণমূল। যার হাত ধরে জার্নি শুরু হতে চলেছে তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তাকে শুভেচ্ছা বার্তা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী ২ মাস বাড়ির বাইরে থাকবেন ডায়মণ্ড হারবারর সাংসদ। শুরু হচ্ছে নবজোয়ার যাত্রা। জনসংযোগ স্থাপনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে জয় পেতে মরিয়া রাজ্যের শাসক দল। জনসংযোগ, জনসভা, অধিবেশন, পঞ্চায়েতে মানুষের প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হবে। যা গণতন্ত্রের বিরল যাত্রা বলে ট্যুইট বার্তায় উল্লেখ করেছেন কুণাল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে কুণাল লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বাংলাজুড়ে এই কর্মযজ্ঞ সফল হোক।'
.@abhishekaitc আজ দেশের বৃহত্তম, অভিনবতম কর্মসূচির জন্য বাড়ি থেকে রওনা হচ্ছে। কাল কোচবিহারে শুরু। চলবে দুমাস। জনসংযোগ, জনসভা, অধিবেশন, পঞ্চায়েতে মানুষের প্রার্থী নির্বাচন। গণতন্ত্রে এক বিরল অভিযান।@MamataOfficial র আশীর্বাদে বাংলাজুড়ে এই কর্মযজ্ঞ সফল হোক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 24, 2023
অভিষেককে শুভেচ্ছা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us