হামলা ! 'গভীর উদ্বেগের' মধ্যে দেশ

বেলগোরদে ভয়াবহ ড্রোন হামলা নিয়ে এবার সরব হলো ক্রেমলিন । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ।

author-image
Srijita
23 May 2023
হামলা ! 'গভীর উদ্বেগের' মধ্যে দেশ

নিজস্ব সংবাদদাতাঃ  বেলগোরদে হামলা নিয়ে চিন্তায় পড়েছে রুশ প্রশাসন।   ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সোমবার রাশিয়ার বেলগোরদে আন্তঃসীমান্ত হামলা 'গভীর উদ্বেগের' কারণ। এটি আবারও নিশ্চিত করে যে ইউক্রেনীয় জঙ্গিরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে।   ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে বিশেষ সামরিক অভিযান চালাতে হবে।