কাশ্মীর ফের রণক্ষেত্র! সিংহপুরায় সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ এক জওয়ান

কিশ্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই দ্বিতীয় দিনেও চলছে, শহিদ এক জওয়ান।

author-image
Debapriya Sarkar
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারের চাত্রু এলাকার সিংহপুরায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই দ্বিতীয় দিনেও চলছে। অভিযান চলাকালীন এক জওয়ান শহিদ হন। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, মোতায়েন হয়েছে অতিরিক্ত বাহিনী। জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ceasefire-violation-by-pakistan-jammu-kashmir-1745892109