জেলে থেকেও একাধিক হামলা ও আলোচনার অংশ হাফিজ সাঈদ, এবার ভারতের জবাব থেকে বাঁচাতে নিরাপত্তায় জোরদার

পাকিস্তানে হাফিজ সাঈদের নিরাপত্তা বাড়ানো হয়েছে, ISI এর সাবেক কমান্ডোদের নিয়োগের মাধ্যমে। ভারতীয় প্রতিশোধের আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"

author-image
Debapriya Sarkar
New Update
Saeid

নিজস্ব সংবাদদাতা : বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তইবা (LeT) এবং জামাত-উদ-দাওয়া (JuD)-এর প্রধান হাফিজ সাঈদ, যিনি ২০০৮ সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী, বর্তমানে পাকিস্তানের জেলে রয়েছেন। তবে, সম্প্রতি একাধিক সংবাদে জানা গেছে যে, পাকিস্তান সরকারের অধীনে সাঈদ বিভিন্ন ঘটনা ও আলোচনায় অংশ নিচ্ছেন, আর তার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

hafiz saeed

পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ISI, ভারতের পাল্টা প্রতিরোধের আশঙ্কায়, সাঈদের নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে, পহেলগাম হামলার প্রতিশোধে ভারতের অপারেশন নিয়ে উদ্বেগের কারণে ISI তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে, পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের (SSG) সাবেক কমান্ডোদের সাঈদের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি, লাহোরের মহল্লা জোহরের তার বাসভবনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, সাঈদকে এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় রাখা হয়েছে যেখানে মসজিদ ও মাদ্রাসা রয়েছে এবং সাধারণ মানুষের বসবাস রয়েছে। তবে, সাঈদ বর্তমানে পাকিস্তানে ৪৬ বছরের জেল জীবন ভোগ করছেন সন্ত্রাসী অর্থায়ন সংক্রান্ত কয়েকটি মামলায়।