New Update
/anm-bengali/media/media_files/3QeqHElbm3rHYXQGZRCL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বীরভূমে কি এবার অনুব্রত জমানার পতন? স্থায়ী সমিতি থেকে বাদ পড়লেন অনুব্রতর অনুগামীরা। জেলা পরিষদের পর এবার কর্মাধ্যক্ষ পদে কাজল শেখের ঘনিষ্ঠদের দাপট। বাদ পড়লেন দুইবারের জেলা সভাপতি বিকাশ রায় চৌধুরী। কর্মাধ্যক্ষ পদে নাম ঘোষণার পরেও পদত্যাগ করলেন দুই অনুব্রত-অনুগামী রবি মুর্মু ও নারায়ণ হালদার। একজন তো আর সারা জীবন থাকতে পারে না তাই পরিবর্তন, জানাল তৃণমূল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us