IND vs SL: জিতে গেল টিম ইন্ডিয়া!

রেকর্ড জয়ে ফের এশিয়া চ্যাম্পিয়ন হল ভারত। রান ৫১। শ্রীলঙ্কা পেয়েছিল ৫০।

breaking.webp

নিজস্ব সংবাদদাতা: জিতে গেল ভারত। শ্রীলঙ্কার ৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ম্যাচ নিজের দখলে নিল। অর্থাৎ মাত্র ৩৭ বলে শ্রীলঙ্কাকে টপকে ফের এশিয়া কাপের খেতাব ঘরে তুলে নিল টিম ইন্ডিয়া।