“ভারতেরই প্রাপ্য রাষ্ট্রপুঞ্জে আসন”—বিশ্বমঞ্চে জোরালো সুর পানামার বিদেশমন্ত্রীর!

পানামার বিদেশমন্ত্রী জাভিয়ার মার্টিনেজ আচা প্রকাশ্যে বললেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের জায়গা প্রাপ্য। গণতন্ত্র ও শান্তির পক্ষে ভারতের ভূমিকার প্রশংসা করলেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update
Un

নিজস্ব সংবাদদাতা : পানামার বিদেশমন্ত্রী জাভিয়ার মার্টিনেজ আচা জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার অধিকার ভারতের রয়েছে। তাঁর মতে, ভারত বিশ্বমঞ্চে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাতে এই সম্মান প্রাপ্য।

Un

তিনি আরও বলেন, “পানামা ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি। দুই দেশের লক্ষ্য একই—সমৃদ্ধি ও স্থিতিশীলতা।”

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ভারতের কূটনৈতিক সাফল্যের ইঙ্গিত, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের অবস্থানকে আরও জোরদার করার ক্ষেত্রে।