সীমান্তে শান্তির বার্তা, দুই দেশের ঐক্যমত চমকে দিল

সীমান্তে উত্তেজনা কমাতে সেনাপ্রধানদের বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিল দুই দেশ। কোনও গুলি ছোঁড়া বা হামলা নয়—এই প্রতিশ্রুতি এখন কার্যকর হচ্ছে বলেই জানাচ্ছে সেনা সূত্র।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সীমান্তে উত্তেজনা হ্রাসে বড় পদক্ষেপ নিল দুই দেশ। সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেলদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের সূত্র।

Indian army

এই বৈঠকের পর দু’পক্ষই একমত হয়েছে যে, আর কোনও গোলাগুলি চলবে না, এবং কোনও রকম আগ্রাসী বা শত্রুভাবাপন্ন পদক্ষেপ নেওয়া হবে না। সেনা সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরভাবে মানা হচ্ছে দুই তরফেই। সীমান্তে শান্তি বজায় রাখতে এই প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।