/anm-bengali/media/media_files/JV46fEgKqzkseuckTVTY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে ব্যাপক আবহাওয়ার (Weather) রদবদল ঘটতে চলেছে। আর দেশের একাধিক রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে অবশেষে বিশেষ সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি (IMD)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরালায়। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে দক্ষিণ কোঙ্কন ও গোয়াত। এছাড়া শিলাবৃষ্টি (Hailstorm) হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে। অন্যদিকে হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, পূর্ব ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহ বইবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Observed weather for the past 24 hours.#weatherforecast #india #IMD #Heatwave #heavyrain@DDNewslive @moesgoi @airnewsalerts @ndmaindia pic.twitter.com/MdwKYJIAlW
— India Meteorological Department (@Indiametdept) May 23, 2023