Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
ব্রেকিং
নিজস্ব সংবাদদাতা : দশম শ্রেণির ICSE-র ফল প্রকাশিত। গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ মার্চ। ফল দেখা যাবে cisce.org বা results.cisce.org-ওয়েবসাইটে। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে সেরার সেরা তালিকায় রয়েছেন ৯ জন। তালিকায় রয়েছেন, রুশীল কুমার, অনন্যা কার্তিক, শ্রেয়া উপাধ্যায়, আদভয় সারদেশাই, যশ মণীশ বহেসিন, তনয় সুশীল শাহ, হিয়া সাংঘাভি,অভিসি সিং, সম্বিত মুখোপাধ্যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us