New Update
/anm-bengali/media/media_files/hkuJzIRuEgtv4hdYAfwh.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের রাজস্থানের হামুমানগড় জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে।সূত্রের খবর, পাইলট নিরাপদে রয়েছেন এবং উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানটি সুরাটগড় থেকে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এরআগে রাজস্থানের ভরতপুরে প্রশিক্ষণ মহড়ার সময় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ ও একটি মিরাজ ২০০০ বিধ্বস্ত হয়। এই ঘটনার জেরে এক পাইলট নিহত হন।
IAF MiG-21 crashes in Rajasthan; Rescue op underway
— ANI Digital (@ani_digital) May 8, 2023
Read @ANI Story | https://t.co/SCRItSpjA4#MigCrash#Mig21#Rajasthanpic.twitter.com/OT0LZTyFjv
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us