BREAKING: CID-কে ধমকে দিল হাইকোর্ট!

ভুয়ো নথি দিয়ে স্কুলে চাকরি। তদন্তভার কলকাতা হাইকোর্ট দিয়েছিল সিআইডিকে। আজ আদালতে ডেকে ডিআইজিকে ভর্ৎসনা করলেন বিচারপতি। কিন্তু কেন? জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে জাল নথি দিয়ে স্কুলে চাকরি। 'মাত্র দুজন ডিআই আর বাবা-ছেলেকে গ্রেফতার করে কী হবে? সেই নামগুলো কোথায়? শুধু অনিমেষ তিওয়ারি ও তার বাবার বিরুদ্ধে তদন্ত করলে হবে না।বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে হবে। এই ধরনের সুপরিকল্পিত দুর্নীতি একজনের দ্বারা সম্ভব না। সিআইডিকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, আর দেওয়া যাবে না। সিআইডির কাজে সন্তুষ্ট নই', ডিআইজিকে স্পষ্ট জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। '৭ জনের দল তৈরি করা হয়েছিল। আজকেই সব নাম জমা দিচ্ছি', হাইকোর্টে জানাল রাজ্য সরকার।