/anm-bengali/media/media_files/Cjunp3N5QfT93SqRO2wx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার বিকেলে আচমকাই রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হয়। এই সময় ঘটলো বিপত্তি মালদার মানিকচকে। জানা গেছে , কালবৈশাখির ঝড়েতে আম কুড়াতে গিয়েই মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও এক মহিলার। অন্যদিকে আহত এক শিশু সহ ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই দুই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এনায়েতপুর ও উত্তর চণ্ডীপুর এলাকায়।