সকাল থেকেই ভারী বৃষ্টিপাত, জল জমে চরম বিপাকে মানুষ

আহমেদাবাদের অনেক অংশে শনিবার সকাল থেকেই অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। শহরের , মণিনগর, ভাটভা, ইশানপুর, নারোল, বস্ত্রপুর, বোপাল, ঘাটলোদিয়া, সিটিএম-এর মতো এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
rain.jpg

নিজস্ব সংবাদাতাঃ টানা বৃষ্টিতে জল জমে বিপত্তি ঘটল গুজরাটে (Gujarat)। জানা গিয়েছে, গুজরাটের রাজকোট জেলার গোন্ডাল শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যে কারণে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এদিকে এই জল জমে যাওয়ার কারণে বিপত্তি বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া দফতর আগামী ২ মে পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছে। আজ শনিবার সকাল থেকেই আহমেদাবাদের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। যদিও আজ রাজ্যের বেশিরভাগ অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। দেখুন ভিডিও...