অগ্নিগর্ভ মণিপুর, যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাকে তৈরি থাকার নির্দেশ

মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মাইতেই সম্প্রদায়ের অন্তর্গত। ইম্ফলে এই লোকদের সংখ্যা বেশ বেশি। একই সময়ে, ৪০ শতাংশ মানুষ উপজাতি সম্প্রদায়ের।

author-image
SWETA MITRA
New Update
assam rifles.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ হিংসার আগুনে কার্যত জ্বলছে মণিপুর (Manipur)। বুধবার রাত থেকে শুরু হওয়া হিংসার আঁচ বহু দূর ছড়িয়েছে রাজ্যে। হিংসার ভয়ে প্রাণ ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছেন সাধারণ মানুষ। এহেন উত্তপ্ত পরিস্থিতির মাঝে ময়দানে ত্রাতার ভূমিকায় নেমেছে ভারতীয় সেনা ও আসাম রাইফেলস। হিংসা কবলিত এলাকা থেকে সাড়ে সাত হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনা ও আসাম রাইফেলস। এদিকে  সেনাবাহিনী ও আসাম রাইফেলস চুড়াচাঁদপুরের খুগা, টাম্পা, খোমাজানবা এলাকা, ইম্ফলের মন্ত্রীপুখড়ি, লামফেল, কৈরাঙ্গি এলাকা এবং কাকচিং জেলার সুগনু এলাকায় ফ্ল্যাগ মার্চ ও আকাশপথে নজরদারি চালাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সেনা ও আসাম রাইফেলসের মোট ৫৫ টি সেনার দল মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত আরও ১৪টি সেনার দলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।