তীব্র তাপপ্রবাহ ! রাজ্যে বাড়লো গরমের ছুটি

তীব্র গরমের জেরে পুদুচেরিতে বাড়ল গরমের ছুটি ।

author-image
New Update
heatbengal

নিজস্ব সংবাদদাতা: পুদুচেরিতে লাগাতার চলছে তাপপ্রবাহ।  এই তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের কথা ভেবে বাড়ানো হল গরমের ছুটি।কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী এ নামসিভায়াম বলেন, "পুদুচেরিতে তীব্র গরমের কারণে ১লা  জুন যে স্কুলগুলি খোলার কথা ছিল সেগুলি ৭ই  জুন খুলবে।' উল্লেখ্য , আবহাওয়া দফতর , আগামী ২-৩ দিন পুদুচেরিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।  বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেড়ানোর পরামর্শ দিয়েছে পুদুচেরির প্রশাসন।