New Update
/anm-bengali/media/media_files/FRxNVevvoq8eQnc0IwxH.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের এক হিন্দু যুকবকে পিটিয়ে আহত করা নিয়ে এবার ট্যুইট করে বার্তা দিয়েছেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
ট্যুইট করে তিনি বলেছেন, "বাংলাদেশর কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ঔষধ বাকি না দেওয়ায় সনাতনী যুবক মিলন বর্মন কে পি*টিয়ে আহত করেছেন সেনা সদস্য বাদশা মিয়া, আর কত নির্যাতন সহ্য করবে বাংলাদেশর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ?" হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বরবরই সরব হন তিনি। যদিও এই কারণেই তাকে বারংবার সমালোচনার মুখে পড়তে হয়।
বাংলাদেশর কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ঔষধ বাকি না দেওয়ায় সনাতনী যুবক মিলন বর্মন কে পি*টিয়ে আহত করেছেন সেনা সদস্য বাদশা মিয়া,
— Tathagata Roy (@tathagata2) June 26, 2024
আর কত নির্যাতন সহ্য করবে বাংলাদেশর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ ?
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us