/anm-bengali/media/media_files/I7a52lofYLECB3iSnS8M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে বদলে গেল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। জানা গেছে , জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার চিরদীতে ভারী বৃষ্টিপাতের পর শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে , আগামী ২-৩ দিন জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
#WATCH | Heavy rain followed by hailstorm hits Chirdi in district Udhampur of Jammu & Kashmir pic.twitter.com/YtVFVlk2BJ
— ANI (@ANI) May 24, 2023