রাজভবনের নির্দেশিকা অবৈধ! ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত

বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেনে কড়া নজর রাখতে পদক্ষেপ। প্রত্যেক সপ্তাহের রিপোর্ট সপ্তাহান্তে রাজভবনে পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এ নিয়েই রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য।

author-image
Pallabi Sanyal
New Update
C V ANAND BOSE 3

রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিজস্ব সংবাদদাতা : বৈধ নয় রাজভবনের (Raj Bhavan) নির্দেশিকা! এমনই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেনে কড়া নজর রাখতে পদক্ষেপ। প্রত্যেক সপ্তাহের রিপোর্ট সপ্তাহান্তে রাজভবনে পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। কোনও বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আগাম অনুমোদন নিতে হবে রাজভবনের। উপাচার্যরা বিকাশ ভবনকে না জানিয়েও সরাসরি রাজভবনে রাজ্যপালের (Governor) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয় দেখবেন রাজ্যপালের সিনিয়র বিশেষ সচিব দেবাশিস ঘোষ (Debashish Ghosh)। আচার্যের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের কোনো সিদ্ধান্তও নেওয়া যাবে না। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে রাজভবন। সেই নির্দেশিকা নিয়ে এবার তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ''রাজভবনের নির্দেশিকার আইনি বৈধতা নেই। রাজভবন যে চিঠি দিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়।''