New Update
/anm-bengali/media/media_files/17MJb2P8ONMw1Za8t9om.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার (Russia) আকাশে আচমকাই জার্মান (Germany) যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির এসইউ-২৭ যুদ্ধবিমান বাল্টিক সাগরের ওপর ঘুরতে দেখা যায়। এই যুদ্ধবিমানকে দেখেই টহল দিতে শুরু করে রাশিয়া। উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝে আচমকাই এই যুদ্ধবিমান নিয়ে শুরু হয়েছে জল্পনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us