বড় ভোগান্তির আশঙ্কা! চলতি মাসেই রেল ধর্মঘটের ডাক

জার্মান পরিবহন ইউনিয়ন ইভিজি বুধবার রেল ধর্মঘটের ডাক দিয়েছে। কারণ, শ্রমিকরা উচ্চ হারের মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য উচ্চ মজুরির দাবি জানিয়েছে।

author-image
New Update
railway

নিজস্ব সংবাদদাতা: জার্মান পরিবহন ইউনিয়ন ইভিজি বুধবার রেল ধর্মঘটের ডাক দিয়েছে।  কারণ, শ্রমিকরা উচ্চ হারের মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য উচ্চ মজুরির দাবি জানিয়েছে।  যা ইউরোপের বৃহত্তম অর্থনীতির সর্বশেষ শিল্প পদক্ষেপ। এই অবরোধে ৫০ টি পরিবহন সংস্থার ২৩০০ শ্রমিক প্রতিনিধিত্ব করবে।