রাশিয়ার ওপর কি প্রভাব বিস্তার করবে চীন?

ইউক্রেন নিয়ে এবার চীনকে অনুরোধ করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বেইজিংয়ে এক সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বলেন,'ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য চীনের উচিত রাশিয়ার ওপর প্রভাব বিস্তার করা।'

author-image
New Update
china attack

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন (Ukraine) নিয়ে এবার চীনকে (China) অনুরোধ করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বেইজিংয়ে এক  সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বলেন,'ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য চীনের উচিত রাশিয়ার ওপর প্রভাব বিস্তার করা।' তিনি আরও  বলেন,বলপ্রয়োগের মাধ্যমে তাইওয়ান প্রণালীর একতরফা আগ্রাসন করা উচিত নয়।