New Update
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার ট্যুইট করে চরম অপমান করেছেন।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তিনি বলেছেন, "একটা পাগল রোজ আট-দশবার জিজ্ঞাসা করে, স্যার আপনার বয়স কত হল ? কিন্তু পাগল তো পাগলই ! মুলোগুলো আরো বিরক্তিকর।
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, ভাংচুর, কিছু হলেই গালফোলা হেড মুলো থেকে আরম্ভ করে খুচরোতম মুলো এক হাউ হাউ করতে থাকে, "মণিপুর ! হাথরস ! উন্নাও" ! এগুলোর কোন ধারণাই নেই এ জায়গাগুলো কোথায়, সেখানে কি হয়েছিল ? হাউ হাউ করতেই হবে, নইলে খাবে কি ?"
একটা পাগল রোজ আট-দশবার জিজ্ঞাসা করে, স্যার আপনার বয়স কত হল ?
— Tathagata Roy (@tathagata2) August 15, 2024
কিন্তু পাগল তো পাগলই ! মুলোগুলো আরো বিরক্তিকর। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, ভাংচুর, কিছু হলেই গালফোলা হেড মুলো থেকে আরম্ভ করে খুচরোতম মুলো এক হাউ হাউ করতে থাকে, "মণিপুর ! হাথরস ! উন্নাও" ! এগুলোর কোন ধারণাই নেই এ…
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us