New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে বোমাতঙ্ক। ভাঙড়ে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় ISF পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা বোঝাই বোমা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে, সকালে খবর পেয়ে গ্রামে যায় কাশীপুর থানার পুলিশ। ISF পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে ফেলা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ISF পঞ্চায়েত সদস্য পলাতক।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us