New Update
/anm-bengali/media/media_files/kB88x43ponbd56xBAdaT.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ঘোষণা করেছে, সুদান থেকে তার নাগরিক ও কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'দ্রুত উচ্ছেদ অভিযান' শুরু করেছে এবং ইউরোপীয় নাগরিক এবং 'মিত্র অংশীদার দেশগুলোর' নাগরিকদেরও সহায়তা করা হবে। সুদানে লাগাতার এই সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
#BREAKING France begins operation to evacuate citizens from Sudan: official pic.twitter.com/tJwWCtACYW
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us